logo

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৫৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৪:০৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০২:৫৩
  • সংবাদ পাঠকঃ ২৫৪৬ জন
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।

কামারপাড়া ইউপির সদস্য সুরজিৎ চন্দ্র ভুটান স্বজনদের বরাত দিয়ে বলেন,ওই সময় সোহাগ মিয়া মাছ শিকার করতে বাড়ির দক্ষিণ পাশে নিচু জমির পানিতে জাল বসাতে যায়। এরপর বাড়ি ফেরার পথে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়।

 

এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বলেন, নুরপুর এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

শেয়ার করুন