অফিস ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কুষ্টিয়া শহরের ত্রিমোহনী এলাকার বাসিন্দা বজলুর রহমান সরকারের ছেলে আরিফুর রহমান সুমন এই অভিযোগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে দাখিল করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী এলাকা ৭৭, কুষ্টিয়া-৩ সদর উপজেলা-সংক্রান্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং কুষ্টিয়ার যুগ্ম দায়রা জজের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযোগে বলা হয়েছে, জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা গত ১৩ জানুয়ারি কুষ্টিয়া-৩ আসনের অন্তর্গত মনোহরদিয়া ও ঝাউদিয়া এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালান। এতে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার, ১৯৭২’ অনুযায়ী প্রণীত প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ নম্বর বিধান লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি এবং প্রমাণ হিসেবে একটি ফেসবুক আইডি/পোস্টও সংযুক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী আরিফুর রহমান সুমন জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি মনে করেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে বা আনুষ্ঠানিক প্রচার শুরুর আগ মুহূর্তে প্রকাশ্যে ভোট প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাঁর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি দেখেন কুষ্টিয়া সদরে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছেন, যা তাঁর কাছে স্পষ্ট আচরণবিধি ভঙ্গ বলে মনে হওয়ায় আইনগত ব্যবস্থার আবেদন করেছেন। তিনি অবিলম্বে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে পাওয়া যায়নি। অন্যদিকে অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানিয়েছেন, এখন পর্যন্ত এ ধরনের লিখিত অভিযোগ তাঁদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পৌঁছেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।