অফিস ডেস্ক
বিনোদন ডেস্ক :
উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। বহুদিনের আলোচিত সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে এই তারকা জুটির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের সুখবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব।
ফেসবুকে বিয়ের কিছু আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করে তিনি জানান, পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতে তারা এক নতুন যাত্রা শুরু করেছেন। সবার দোয়া ও ভালোবাসা কামনা চেয়েছেন এই নবদম্পতি।
এই আনন্দঘন খবরে শুভেচ্ছায় ভাসছেন তারা। শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন তাদের। তবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মন্তব্যটি আলাদাভাবে নজর কাড়ে নেটিজেনদের।
সাফা কবির আবেগ প্রকাশ করে লিখেছেন, এই দৃশ্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো কঠিন।
তার ভাষায়, আনন্দে বুক ভরে যাচ্ছে, চোখে জমে উঠছে খুশির জল। দুই সুন্দর মানুষের এই মিলনে তিনি সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদ কামনা করেন এবং তাদের জীবনে অফুরন্ত ভালোবাসা ও শান্তি প্রার্থনা করেন।
দীর্ঘদিন ধরে দেশের বড় বড় আয়োজন ও অনুষ্ঠানে উপস্থাপনা করে রাফসান সাবাব নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কি ও স্বতন্ত্র স্টাইল দিয়ে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিনোদন জগতের দুই সফল ব্যক্তিত্বের এই নতুন পথচলা নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।