দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া–৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের দুই ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে পৃথক তিনটি মামলা করেছে।
দুদক ২০২৫ সালের ২৭ নভেম্বর তাদের নামে সম্পদ বিবরণী দিতে নোটিশ জারি করলেও নির্ধারিত সময়ে না জমা দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ধারা ২৬(২) অনুযায়ী এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার ঢাকায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে ৩০–৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদক দুটি মামলা করে এবং এ প্রেক্ষাপটে আদালত হানিফ, তাঁর স্ত্রী ও তিন সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।