logo

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৫৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৪:১১ পূর্বাহ্ন

পলাশবাড়ীর তিন চোর ছাগল সহ পাশ্ববর্তী সাদুল্যাপুর থানায় আটক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৫:৫০
  • সংবাদ পাঠকঃ ৩১৩৫ জন
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর থেকে মাঠে বেঁধে রাখা ছাগল চুরি করে নিয়ে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে ঝাউলার বাজার এলাকায় আটক হয়।
 

ঘটনাটি ঘটে ১১ অক্টোবর শনিবার বিকালে। স্থানীয়রা খবর দিলে থানা পুলিশ এসে আটবকৃতদের কে থানায় নিয়ে যায়।
 

আটককৃত ছাগল ৩ চোরেরা হলেন পলাশবাড়ী উপজেলায়,হাসানআলী (১৯) পিতা আয়তাল আলী জামালপুর,লিয়ন সরকার (২০) পিতা হারুন মিয়া দুর্গাপুর ও  নাইম মিয়া (১৯) পিতা আতাউর দুর্গাপুর আটক তিন জনের বাড়ী পলাশবাড়ী উপজেলায় ।
সাদুল্লাপুর থানা পুলিশ জানায়,আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

 


 

শেয়ার করুন