অফিস ডেস্ক
পলাশবাড়ী (গাইবান্ধা)সংবাদদাতাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ক্ষেতমজুর সমিতির বিপ্লবী সভাপতি কমরেড রমজান আলী বার্ধক্যজনিত বিভিন্ন অসস্থ’তায় শয্যাসায়ী হয়ে পড়েছেন।
আর্থিক চরম দৈন্যতায় অস্বচ্ছলতার কারণে প্রয়োজনীয় অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় চরম হতাশাগ্রস্ত নিরুপায় পরিবারটি সমাজের য়ালু বিত্তশালীসহ সর্বস্তরের সবার নিকট তাঁর পরিবার মানবিক আর্থিক সহায়তা কামনা করেছেন। নম্র-ভদ্র, সৎ নির্ভীক, পরোপকারী,নিরহংকারী সাামাটা স্বভাবের মানুষ কমরেড রমজান আলী রাজা পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা। তিনি ব্যতিক্রম একজন মানুষ।
নিজের ঘরে অন্নের সংস্থান নেই। নেই কোনো নিশ্চিত অর্থের উৎস। তদুপরি থেমে থাকেননি তিনি।যাই পারেন-যেটুকুই পারেন তাই নিয়ে হাজির হয়েছেন ভূক্তভোগির সান্নিধ্যে। আজ সেই মানুষটিই গুরুতর অসুস্থ’।উপার্জনক্ষম বলতে তিনি নিজেই। চিকিৎসাবিহীন এমন রুগ্ন, জীর্ণশীর্ণ শরীরে তিনি তাঁর কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এমন শোচনীয় পরি¯ি’তিতে পরিবার-পরিজন নিয়ে তিনি নানামুখী দৈন্যতা ও সমস্যার আবর্তে জীবদ্দশায় তিনি তাঁর নিজের আর্থিক স্ব”ছলতা না থাকা সত্বেও অপরেরদুঃখ-কষ্টে চুপ থাকেননি কখনো।
যেটুকুই পারতেন অপরের কষ্ট লাঘবে তাৎক্ষণিক তিনি প্রতি য়াবান হতেন। তাঁর রিক্ত ও শূন্য হাতে অন্যের জন্য তো বটেই-পারছেন না নিজের জন্য কিছু করতে। ীর্ঘনি ধরে তিনি এ্যাজমা ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়েছেন।চরম অর্থ সংকট আবস্থ’ায় ব্যয়-বহুল চিকিৎসা তো দুরের কথা প্রাথমিক চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারটি হিমশিম অবস্থ’ায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন।
গত বছর দেড়েক আগে একই ধরনের অসুখে আক্রান্ত হয়ে তিনি গাইবান্ধায় বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসায় মোটামুটি সুস্থ’ হয়ে উঠেন। এসময় তাঁর পরিবারের শেষ সম্বল ১৫ শতাংশ জমি বিক্রি করে চিকিৎসা ব্যয় মিটিয়েছেন। সর্বশেষ কোন উপায় না থাকায় কমরেড রমজান আলী রাজা বিগত দিনের তাঁর সহযোদ্ধা পার্টি কমরেডদের দ্বারস্থ’ হয়েছেন। তিনি তাঁর চিকিৎসার জন্য তাঁদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর বিশ্বাস পরম স্রষ্টার দয়ার আনুকুল্যে বক্ষব্যাধি বিশেষজ্ঞ পর্যায়ের ডাক্তারের সু-চিকিৎসা নিতে সামর্থ্য হলে তিনি সুস্থ’ হয়ে উঠবেন।
৭০ বছর বয়সি এ ক্ষেতমজুর নেতা পুনরায় সুস্থ’ হয়ে উঠবেন আশা করছি। তবে প্রয়োজন স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তার।তিনি আবারো ফিরে আসবেন তাঁর সহযোদ্ধাদের সারিতে। সমাজ তথা এলাকা সর্বোপরি দেশের য়াবান য়ালু সহৃদয় ব্যক্তি-সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়িসহ সর্বস্তরের দানশীল ব্যক্তিবর্গের নিকট মানবিক অর্থ সহায়তা কামনা করা হয়েছে।
পরিবারটির সাথে সার্বিক যোগাযোগসহ অর্থ পাঠাতে ০১৭২২-৬৭১৭৬৬ (বিকাশ)।