logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৯:০৭ অপরাহ্ণ

পলাশবাড়ীর বড় গোবিন্দপুর গাছ কর্তণের অভিযোগ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৮:১৭
  • সংবাদ পাঠকঃ ১৫২০ জন
photo

পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধি :-গাইবান্ধার পলাশবাড়ীতে  উপজেলার ৫ নং মহদীপুর গ্রামের বড় গোবিন্দপুর গ্রামে প্রতিবেশি লুৎফার রহমান তার নিজ জমিতে  ১০ দিন আগে বিভিন্ন প্রকার ৬০ টি কদম,নারিকেল ও ইউক্লেকটরে গাছ রোপণ করেন।

 

সেই সময় পাশ্বের জমির মালিক ছলিমুদ্দি বাধা দেন এবং হুমকি দেন গাছ লাগালে একটাও গাছ থাকবে না। রোপনকৃত গাছ কর্তণ করার অভিযোগ উঠেছে ছলিমুদ্দিন গংদের।
 

ঘটনাটি ঘটে গত ৭ আক্টোবর  মঙ্গলবার ভোরে লুৎফার জমিতে দেখে তার ৬০ গাছ লাপাত্তা। 
 

এবিষয়ে গ্রাম্য শালিস হলে ছলিমুদ্দিন গংরারা গ্রাম্য শালিস না মানায় লুৎফর বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন।

শেয়ার করুন