বগুড়ায় শহীদ আবরারের শাহাদৎ বার্ষিকী পালন করলো ছাত্রশিবির

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টবার ২০২৫ | সময়ঃ ১২:৪৯
photo

বগুড়া জেলা প্রতিনিধি:-বগুড়ায় বগুড়ায় শহীদ আবরারের শাহাদাত বার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস পালন করেছে ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে আবরার ফাহাদ মৃত্যুবার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর অফিসে অনুষ্ঠিত হয়।
 

বগুড়া শহর শাখার অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আধিপত্যবাদির বিরুদ্ধে লড়াই করতে হয়। আবরার ফাহাদ শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আবরার ফাহাদ তৈরি হয়েছে। শেষে আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অপর দিকে শহীদ আবরারের শাহাদাত বার্ষিকী ও নিপীড়ন বিরোধী দিবস পালন করে ছাত্রশিবির বগুড়া পূর্ব জেলা শাখা।
 

মঙ্গলবার শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলুম কামিল মাদরাসা অডিটরিয়ামে জেলা সভাপতি জোবায়ের আহমেদ নাহিদের সভাপতিতে অনুষ্ঠিত্ব হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্পোর্টস বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কন্ঠস্বর। যে কারণে এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী ছাত্রলীগ তাকে বেঁচে থাকতে দেয়নি। 

 

এখন আমাদের সবাইকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
শেষে শহীদ আবরার ফাহাদ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


 

শেয়ার করুন