logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১০:৫২ অপরাহ্ণ

নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:২৪
  • সংবাদ পাঠকঃ ১৮৪৩ জন
photo

আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

 

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ঘটনাস্থলেই মারা যায়।

 

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন