logo

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ৫৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১২:৫৪ পূর্বাহ্ন

দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি,আটক ১

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৭:১৭
  • সংবাদ পাঠকঃ ২৪৮৯ জন
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিক্রির জন্য সংরক্ষিত সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। 

 

এতে জড়িত লিমন ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৫১ বোতলের মধ্যে ৩৯ বোতল তেল উদ্ধার করা হয়েছে।

 

টিসিবি ডিলার মো. রেজাউল করিম এ ঘটনায় খানসামা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি সেখানে রাখা হয়েছিল।

 

তবে ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায়, ২ লিটার করে মোট ৫১ বোতল সয়াবিন তেল অদৃশ্য। প্রাথমিক তদন্তে জানা যায়, চুরির সাথে জড়িতরা জানালার গ্রিলের পাল্লা সরিয়ে তেলগুলো চুরি করেছে।

 

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, টিসিবির তেল চুরির ঘটনায় আটক এক যুবককে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চুরির ঘটনার তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

শেয়ার করুন