logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৫:৩৭ অপরাহ্ণ

ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ সেপ্টেম্বার ২০২৫ | সময়ঃ ০৬:৫৫
  • সংবাদ পাঠকঃ ৩৩৪৪ জন
photo

 

 
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আব্দুল বারেক শেখ (৪৮) মৃত হাতেম আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছিলেন।
 
স্থানীয়রা জানান, বারেক শেখ নিজ দোকানে ফ্রিজ পরিস্কার করার সময় হঠাৎ শট সার্কিট থেকে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

শেয়ার করুন