logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ১২:১১ অপরাহ্ণ

যা বললেন চাহাল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৫:০৮
  • সংবাদ পাঠকঃ ৯৩১ জন
photo

বিনোদন ডেক্স : 

 

আসন্ন রিয়েলিটি শো ‘দ্য ৫০’–এ সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে একসঙ্গে দেখা যেতে পারে-এমন জল্পনার অবসান ঘটিয়েছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এসব প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।

 

চাহালের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ছড়ায় যখন কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, শোতে তিনি ধনশ্রীর সঙ্গে হাজির হতে পারেন। এতে অনস্ক্রিন পুনর্মিলন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। তবে এবার সেই সব দাবি সরাসরি নাকচ করে দিলেন চাহাল।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আনুষ্ঠানিক বিবৃতি শেয়ার করে তিনি জানান, এসব খবর ‘অনুমানভিত্তিক ও ভুল।’

 

বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে যুজবেন্দ্র চাহাল কোনো রিয়েলিটি শোতে অংশ নিচ্ছেন-এমন যে খবর ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এসব দাবি সম্পূর্ণ অনুমাননির্ভর ও ভুল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত কোনো শোর সঙ্গেই যুজবেন্দ্র যুক্ত নন। এ ধরনের কোনো আলোচনা বা প্রতিশ্রুতিও নেই। আমরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।’

অন্যদিকে, ধনশ্রী ভার্মা এ বিষয়ে এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। তার নীরবতায় শোতে অংশগ্রহণের গুঞ্জন নিশ্চিত বা অস্বীকার-কোনোটিই করা হয়নি।

উল্লেখ্য, রিয়েলিটি শো ‘দ্য ৫০’ আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। শোটির সঞ্চালক হিসেবে থাকছেন নির্মাতা ফারাহ খান। তিনি জানিয়েছেন, এই শোর ফরম্যাট ভারতীয় রিয়েলিটি টেলিভিশনে নতুনত্ব আনবে। তবে এখন পর্যন্ত চাহাল কিংবা ধনশ্রী-কাউকেই শোর অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন