আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে সামনে রেখে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে কুষ্টিয়া সদর ও ইবি থানার আওতাধীন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সাথে কুষ্টিয়ার পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় কুষ্টিয়া রাইফেল ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বরের সভাপতিত্বে আগামী জাতীয় নির্বাচন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। তার বক্তব্যে তিনি আগামী জাতীয় নির্বাচন, গণভোট ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন- মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অস্ত্র ও চোরা-কারবারী দের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া জেলা প্রশাসনের কর্মকর্তা, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।