logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:৫৮ অপরাহ্ণ

বিএনপি’র' চেয়ারম্যান হলেন তারেক রহমান

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১০:৫৫
  • সংবাদ পাঠকঃ ১৩৬৮ জন
photo

ঢাকা অফিস : 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করা হয়েছে। 

 

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

বৈঠক শেষ দলটির এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।

 

অভিনন্দন : 

 
আলহামদুলিল্লাহ । শহীদ জিয়ার আদর্শের সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন দেশবাসীর আস্থার প্রতিক জনাব তারেক রহমান । অভিনন্দন জানাই তাঁকে ।
 
শুভেচ্ছান্তে-
শামসুল আলম স্বপন
সাবেক জেলা গ্রাম সরকার প্রধান
( কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর )
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯

শেয়ার করুন