logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৪৮ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১২:১৭
  • সংবাদ পাঠকঃ ৯৬৯ জন
photo

 
কুষ্টিয়া প্রতিনিধি:
 
 
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের কুষ্টিয়া জেলা কার্যালয় শহরের এন‌এস রোডস্থ পরিমল টাওয়ারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ পারভেজ মাজমাদার।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং রেড ক্রিসেন্ট কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জিমনেস্টিক ক্লাব ও বিএনপি নেতা মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি মোঃ আসমান আলী, খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি খন্দকার আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক  সোহেল খন্দকার।
নাজমুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অহিদুল ইসলাম নেন্টু মোল্লা ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ, কবি কালাম আবুল আজাদ আসমান প্রমুখ।

শেয়ার করুন