অফিস ডেস্ক
ক্রিড়া ডেক্স :
ভারতের সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। খবর অনুযায়ী, তিনি দীর্ঘদিনের সঙ্গী সোফি শাইনের সঙ্গে এ বছরের ফেব্রুয়ারিতে দিল্লি-এনসিআরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
সোফি শাইন আয়ারল্যান্ডের কর্পোরেট পেশাজীবী ও নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, ধাওয়ানের পাশে এক বছর ধরে আছেন। এই জুটির প্রতি সাধারণ মানুষের নজর ২০২৫ সাল থেকে, যেখানে তারা দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ চলাকালীন একসাথে গ্যালারিতে বসেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একসাথে ছবি শেয়ার করতে শুরু করেন।
ধাওয়ান ও সোফি শাইন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, ধাওয়ানের খেলা সংক্রান্ত উদ্যোগ ‘দা ওয়ান স্পোর্টস’ এবং ‘শিখর ধাওয়ান ফাউন্ডেশন’-এর মাধ্যমে খেলাধুলা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত আছেন। ২০২৪ সালের আইপিএল মৌসুমে যখন ধাওয়ান পাঞ্জাব কিংসের হয়ে খেলেন, তখনও তাকে সোফি সঙ্গ দিতেন।
এটি ধাওয়ানের দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে তিনি আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যার সঙ্গে তার এক পুত্র, জোরাবর। এই দম্পতি অক্টোবর ২০২৩-এ বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেন।
বিয়েতে প্রধানত পরিবার এবং ক্রিকেট ও চলচ্চিত্র জগতের নির্বাচিত বন্ধুদের উপস্থিতি আশা করা হচ্ছে। ভক্তরা আগ্রহের সঙ্গে এই নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্ত দেখার অপেক্ষায়। ধাওয়ান এখনও জনসমক্ষে নিয়মিতভাবে উপস্থিত থাকছেন এবং তার বিয়ে ইতিমধ্যেই অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।