logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০২:০২ অপরাহ্ণ

আশা’ র উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৬:৪৬
  • সংবাদ পাঠকঃ ১১৪০ জন
photo

কুষ্টিয়া প্রতিনিধি : 

 

বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান ‘আশা’ র উদ্যোগে কুষ্টিয়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
"আজ রোববার (৪ জানুয়ারি) সকালে ‘আশা’ কুষ্টিয়া জেলার নিজস্ব অর্থায়নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘আশা’র কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার জনাব মো: মিজানুর রহমান এবং আশা কুষ্টিয়া (সদর) জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব তন্ময় সাহা উপস্থিত থেকে কুমারখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মো: রুহুল আমিন-এর নিকট আনুষ্ঠানিকভাবে ২৯৬টি কম্বল হস্তান্তর করেন।"
শীতবস্ত্র বিতরণকালে ‘আশা’র কর্মকর্তাবৃন্দ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছরের ন্যায় এবারও তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে সমাজের অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর শীতের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) মো: আব্দুল করিম, মিরপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) মো: ইমদাদুল হক এবং কুষ্টিয়া সদর-০১ ও ০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
কম্বল হাতে পেয়ে কুমারখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যরা ‘আশা’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন