logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০২:০০ অপরাহ্ণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ‍ও দোয়া মাহফিল

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ১০:০৪
  • সংবাদ পাঠকঃ ১৮৬২ জন
photo

 
নিজস্ব প্রতিবেদক :
 
জতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ও খন্দকার ট্রেডার্সের সহযোগিতায় কুষ্টিয়াতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের  মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
৩রা জানুয়ারী বাদ আসর জতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কুষ্টিয়া জেলা শাখার সভাপতি  শামসুল আলম স্বপন । তিনি স্বাগত বক্তব্য রাখেন ।
 
জতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,লালন-টিভি-২৪’র চেয়ারম্যান সেলিম মাহমুদের উপস্থাপানায় আমন্ত্রিত অতিথির মধ্যে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া শহর বিএনপি’র সাধারন সম্পাদক মো: কামাল উদ্দিন ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি পারভেজ মাজমাদার, খন্দকার ট্রের্ডাসের স্বত্বাধিকারী জতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক সোহেল খোন্দকার, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপাপ্ত সম্পাদক ও জতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার রিপন, লালন টিভি-২৪’র জেলা প্রতিনিধি শামীম রেজা, সাংবাদিক নাজমুল আলম, মনজুরুল ইসলাম   আজকের দর্পণ ও The Muslim Times-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম বিমা, মিরাজুল ইসলাম মিরাজ, নাজমুল আলম, মো. জুবায়ের হোসেন, লালন টিভি ২৪-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. শামীম রেজাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও স্থানীয় মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মজমপুর বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: হারুন অর রশীদ ।

শেয়ার করুন