logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০২:০১ অপরাহ্ণ

বিএনপির বিদ্রোহী প্রার্থী কুষ্টিয়ার দু’টি আসনে ৩জন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৯:২৬
  • সংবাদ পাঠকঃ ৪৯৪ জন
photo

কুষ্টিয়া প্রতিনিধি : 
 
কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩৩ জন। এদের মধ্যে দুটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিন জন। গত সোমবার বিকেলে তারা মনোনয়ন পত্র জমা দেন। ওই দিনস সন্ধ্যার পর দৌলতপুরের ইউএনও এবং কুমারখালীর উপজেলা নির্বাচন অফিসার এতথ্য নিশ্চিত করেন। বিএনপির বিদ্রোহীরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। এই দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও কুষ্টিয়া-৪ আসনে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি। 

শেয়ার করুন