logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৪৯ অপরাহ্ণ

দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য ও হৃদয়স্পর্শী আয়োজন

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৫:৩২
  • সংবাদ পাঠকঃ ২৯৮৩ জন
photo

 
 
 
মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : 
 
কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গনে সৌহার্দ্য, ঐক্য ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দৈনিক স্বর্ণযুগ পত্রিকা। পত্রিকাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বিকেলে জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যানে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর, সুশৃঙ্খল ও শ্রুতিমধুর অনুষ্ঠান।
 
মেসার্স খন্দকার ট্রেডার্স ও ডিজিটাল আনোয়ার ট্রান্সপোর্টের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতিতে উদ্যানে সাজানো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলায়। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন—দায়িত্বশীল, নৈতিক ও মানবিক সাংবাদিকতাই পারে সমাজকে আলোকিত করতে এবং সত্যের পথে জাতিকে এগিয়ে নিতে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামরুন নাহার খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই স্বর্ণযুগের অঙ্গীকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন; খন্দকার ট্রেডার্সের প্রোপাইটার ও খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মো. সোহেল ইসলাম; জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন; লালন টিভি ২৪-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম মাহমুদ; উপদেষ্টা মো. আনোয়ার হোসেন; The Muslim Times-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম; দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুনজুরুল ইসলাম; লালন টিভি ২৪-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. শামীম রেজাসহ দৈনিক স্বর্ণযুগ পত্রিকার জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন। সঞ্চালনায় দায়িত্ব ছিলেন লালন টিভি-২৪ এর চেয়ারম্যান সেলিম মাহমুদ।
সুশৃঙ্খল আয়োজন, আন্তরিক পরিবেশ ও মানবিক আবহে অনুষ্ঠিত এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গনে এক স্মরণীয় ও হৃদয়স্পর্শী মুহূর্ত হিসেবে বিবেচিত হয়েছে।

শেয়ার করুন