অফিস ডেস্ক
ঢাকা অফিস :
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাবদিহি না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টাদের শাহবাগে এসে জনগণের মুখোমুখি হতে হবে। তারা জবাব না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখা হবে।’
শহিদ ওসমান হাদির রক্তের স্মৃতিচারণ করে জাবের বলেন, ‘এই জমিন শহিদ ওসমানের রক্তে ভিজেছে। অথচ এখন একদল লোক আমাদের ওপর খবরদারি করতে চায়, আমাদের নির্দেশ দেয় কী করতে হবে আর কী হবে না। আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেন, কিন্তু রাজপথের যোদ্ধাদের উপেক্ষা করছেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।’
আব্দুল্লাহ আল জাবের কেবল বিচারই নয়, দেশের মানুষের আত্মমর্যাদার প্রশ্নটিও তুলে ধরে বলেন, ‘যতদিন এ দেশের সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাচলের নিশ্চয়তা না পাবে, ততদিন আমরা মনে করব না প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’
ইনকিলাব মঞ্চের এই আকস্মিক অবরোধের ফলে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হলেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করছেন। শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকলেও বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।