অফিস ডেস্ক
ঢাকা অফিস :
ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা থাকবে না—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া আছে। পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে।
বিএনপি আগেই জানিয়েছে, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন।
এর আগে দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, ‘সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যে কোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় সঙ্গত কারণে ভোটার হতে পারেননি তিনি।’
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিল করতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। সেজন্য তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘তারেক রহমানের ভোটার হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তিনি কোথায় ভোটার হবেন তা সময়মতো জানানো হবে।’
প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তারেক রহমান।