কুষ্টিয়া -১ দৌলতপুরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ:
২১ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৯:১৩
সংবাদ পাঠকঃ ১০৪৫ জন
দৌলতপুর প্রতিনিধি :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক,বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান,গোলাম মোস্তফা,বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক হল শাখার জিএস মাহবুবুর রহমান,কুষ্টিয়া পলিটেকনিকের সাবেক ভিপি হারুনুর রশীদ,যুব দলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বোচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম, ছাএদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল,সহ স্থানীয় নেতৃবৃন্দ কর্মিসমর্থক। মনোনয়নপত্র সংগ্রহকালে রেজা আহমেদ বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে এ উপজেলার ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করবে,কোন সন্ত্রাসী ও চাদাবাজের স্থান হবে না। জনগনের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুষ্ঠ ও গ্রহন যোগ্য নির্বাচন করতে চায়। সুষ্ঠ নির্বাচন হলে আমি জয়লাভ করবে ইনশাল্লাহ,মনোনয়ন পত্র সংগ্রহের সময় হাজার হাজার নেতাকর্মির উপস্থিতে আনন্দ উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।