logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৪৭ অপরাহ্ণ

২৪ ঘণ্টার আল্টিমেটাম : শহীদ হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৮:৪১
  • সংবাদ পাঠকঃ ৭৪১ জন
photo

ঢাকা অফিস : 

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই আলটিমেটাম দেন।

তিনি বলেন, আগামীকাল বিকেল সোয়া ৫টার মধ্যে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে অবস্থান নেওয়া হবে এ্ং স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে পদত্যাগে বাধ্য করা হবে।

 

এ সময় হাজারও মানুষ শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন।

এর আগে, শহিদ হাদির দাফন সম্পন্নের পর বিকেল থেকেই তার কবর দেখতে শাহবাগে আসছেন হাজারও মানুষ। এরই মধ্যে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’; ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’; ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘বিচার বিচার বিচার,হাদি হত্যার বিচার চাই’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ’- এসব স্লোগানে প্রকম্পিত হয়ে পুরো শাহবাগ এলাকা।

শেয়ার করুন