অফিস ডেস্ক
বিনোদন ডেক্স ;
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব দেখা যায়। ফেসবুকের নিজের মনোভাব প্রকাশ করতো কোনো দ্বিধা করেন না তিনি। এবার অকৃতজ্ঞ মানুষদের নিয়ে এক পোস্টে তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতা।
পরীমণি জানান, বিপদে যাদের পাশে দাঁড়ান, তারাই অনেক সময় তাকে বিপদে ফেলে দূরে সরে যান। যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে ভেগে যায়।
তবে এসব ঘটনায় হতাশ নই উল্লেখ করে পরীমণি বলেন, আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব আর না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এদিকে,নরসিংদীতে সম্প্রতি একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী। পরীমণির পরনে ছিল একটি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন। একটি মফস্বল শহরে নায়িকার এমন খোলামেলা পোশাকে যাওয়ার সমালোচনা করে অনেকেই পরীমণির সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করেছেন।
নতুন বছরে শুরু হচ্ছে পরিমণির নতুন সিনেমা ‘গোলাপ’ -এর শুটিং। এতে তার বিপরীতে রয়েছে নিরব। রাজনৈতিক থ্রিলারধর্মী ছবিটির পরিচালক সামছুল হুদা। একটি ছোট্ট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’।