অফিস ডেস্ক
বিনোদন ডেস্ক :
সম্প্রতি নেপালের সৌন্দর্যমন্ডিত লোকেশনে রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনায় ‘ভালোবাসার অন্তর্ধান’ নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ.খ.ম. হাসান, শিবলী নোমান, সুমাইয়া অর্পা, প্রিসিলা ডি কস্টা, ফরিদ হোসাইন প্রমুখ।
নির্মাতা নাজনীন হাসান খান বলেন, ‘রোহী আসাদের প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে যায়। তারপর থেকে মেন্টাল হাসপাতালে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোহীকে নিয়ে আসা হয় নেপালে। ভালোবাসার মানুষকে দেখে মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় রোহী। ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য প্রেমিক প্রেমিকা কত কিনা করতে পারে তাই ফুটে উঠেছে গল্পে। আশা করি দর্শক গল্প দেখে হতাশ হবেনা।’
নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘প্রাক্তন প্রেমিককে দেখে পাগল রোহী মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। স্মৃতিতে ভেসে উঠে আসাদের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো। নিজের ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য সে ঠান্ডা মাথায় টিনাকে খুন করে। পাগলও যে ভালোবাসা বুঝে তাই ফুটে তুলার চেষ্টা করা হয়েছে।’
গল্পে দেখা যায়, আসাদ স্ত্রী টিনাকে সঙ্গে নিয়ে নেপালের কাঠমান্ডুতে ঘুরতে যায়। টিনার শরীর খারাপ লাগায় হোটেল থেকে বেরুতে চায় না। তাই আসাদ বাধ্য হয়ে একাই বের হয়। এ সময় রোহীর সঙ্গে আসাদের দেখা। চমকে ওঠার পালা দু’জনার। রোহী আশা করেনি এক সময়ের প্রেমিক আসাদের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। যার জন্য এক সময় জীবনটা উৎস্বর্গ করতে দ্বিধা করত না। সেই আসাদ সব স্বপ্নকে ধূলিস্যাৎ করে অন্য এক মেয়েকে বিয়ে করছে। এর চেয়ে অপমান আর ঘৃণা একটা মেয়ের জীবনে কি হতে পারে।
রোহী ব্লাকমেইল করতে চায় আসাদকে। মোবাইলে রোহীর কল দেখে চমকে উঠে আসাদ। সবকিছু ফাঁস করে দিবে বলে ভয় দেখায়। আসাদের মনে সংশয় কাজ করে, সে তার জীবনের সব সঞ্চয় দিয়ে দিতে চায় রোহীকে। কিন্তু রোহী শুধু আসাদকে চায়।
প্রতিশোধের আগুনে ফেটে পড়ে রোহী। কিভাবে কি করবে কোনো উপায়ন্তর খুঁজে পায় না। টিনা রুমের মধ্যে শুয়ে আছে, রোহী প্রবেশ করলে টিনা অপরিচিত একজন মেয়েকে দেখে হতভম্ব হয়ে যায়। টিনা কোনো কিছু বুঝে উঠার আগেই ঠান্ডা মাথায় টিনাকে খুন করে পালিয়ে যায় রোহী। টিনার লাশের সামনে পড়ে থাকে রোহীকে ভালোবেসে দেওয়া আসাদের সেই আংটি।