কুষ্টিয়ায় একদল তরুণের উদ্যোগে প্রতি শুক্রবার পরিচালিত হচ্ছে মানবিক কার্যক্রম ‘একবেলা আহার’। অসহায়, নিম্নআয়ের ও প্রতিবন্ধী মানুষের মাঝে জুম্মার নামাজের পর নিয়মিতভাবে খাবার বিতরণ করছেন তারা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুম্মা চর আমলাপাড়া এলাকায় পঞ্চমবারের মতো খাবার বিতরণ করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন চর আমলাপাড়ার আকাশ, মুরাদ, শিমুল এবং দাউদ শাদু। সমাজের সচেতন নাগরিকরা তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, “আমি এই মানুষগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবো। সমাজের বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব।”
আয়োজক আকাশ বলেন, “আজ পঞ্চমবারের মতো খাবার বিতরণ করলাম। আমরা অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের ঘরে গিয়ে খাবার পৌঁছে দেই। পাশাপাশি যারা সরাসরি আসেন তাদেরও খাবার প্রদান করি। কার্যক্রমটি অব্যাহত থাকবে। সামান্য সহযোগিতা পেলে সপ্তাহে একদিন থেকে প্রতিদিন বড় আকারে খাবার বিতরণ সম্ভব।”
খাবার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানবিক এই উদ্যোগে যুক্ত তরুণদের প্রশংসা করছেন স্থানীয় সাধারণ মানুষও।