logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:৫৮ অপরাহ্ণ

কুষ্টিয়ার ৭ থানায় নতুন ওসি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ১২:০৩
  • সংবাদ পাঠকঃ ৪৭৫ জন
photo

 

নিজস্ব প্রতিবেদক : 

 

কুষ্টিয়ার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিএকযোগে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে কুষ্টিয়ার সাত থানায় নতুন ওসি নিয়োগ পেয়েছেন।

সোমবার (১ডিসেম্বরমধ্যরাতে পুলিশহেডকোয়ার্টার্স থেকেএকপ্রজ্ঞাপনের মাধ্যমে বদলিরএতথ্যনিশ্চিত করাহয়।মঙ্গলবার (২ডিসেম্বরসকালেকুষ্টিয়া সাতটিথানায়নতুনওসিনিয়োগপেয়েছেন। 

বদলিকৃত ওসিরাহলেন- খোকসাথানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, কুমারখালী থানার খন্দকার জিয়াউররহমান, কুষ্টিয়া মডেল থানার মো. মোশাররফ হোসেন, মিরপুর থানার মো. মোমিনুল ইসলাম এবং ভেড়ামারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার।

পদায়নকৃত সাতথানারওসিরাহলেন- খোকসাথানায়মো. মোতালেব হোসন, কুমারখালী থানায়জামালউদ্দিন, কুষ্টিয়া মডেলথানায়মো. কবির হোসেন মাতুব্বরমিরপুর থানায় মো. শহিদুল ইসলাম, ভেড়ামারা থানায় মুহাম্মদ জাহেদুর রহমান, দৌলতপুর থানায় মো. আরিফুর রহমান, ইসলা মীবিশ্ববিদ্যালয় (ইবি) থানায়মো. মাসুদরানা। 

 প্রসঙ্গতকুষ্টিয়া জেলা পুলিশে নতুন পুলিশ সুপার হিসেবে গত শনিবার (২৯নভেম্বরসকালে যোগদান করেছেন মোহাম্মদ জসীমউদ্দিন।

শেয়ার করুন