logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০১:৫৮ অপরাহ্ণ

বন্যার কারণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৪:৩৬
  • সংবাদ পাঠকঃ ৬৬৫ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : 

 

ঘূর্ণিঝড় ডিতওয়াহ'র প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর )একটি গেজেট প্রকাশের মাধ্যমে দেশটির রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে এ ঘোষণা দেন।

 

জননিরাপত্তা নিশ্চিত করতে, দেশের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং জনজীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার ধারাবাহিকতা রক্ষা করার জন্য এই ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম আদা দেরেনার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, ডিএমসি নিশ্চিত করেছে যে বিভিন্ন জেলায় অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকায় ১৯১ জন নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ তথ্য অনুসারে, ২৫টি জেলার ২,১৭,২৬৩টি পরিবারের ৭,৭৪,৭২৪ জন দুর্যোগ পরিস্থিতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে অনেক এলাকা এখনও সমস্যার সম্মুখীন হচ্ছে।

ডিএমসি আরও জানিয়েছে যে, ২৭,৪৯৪টি পরিবারের ১,০০,৮৯৮ জন বর্তমানে সারা দেশে প্রতিষ্ঠিত ৭৯৮টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন