ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায়,ভেড়ামারা-মিরপুর কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের সমর্থিত নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ৩টার সময় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনি প্রায় ২০ কিলো মিটার সড়ক জুড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভেড়ামারা ও মিরপুর উপজেলার মোট ১৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থিতরা ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।
নির্বাচনে বিএনপিকে এই আসনে জিততে হলে শহিদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে।
অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে ভেড়ামারা-মিরপুর রাজপথ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে। অধ্যাপক শহিদুল ইসলাম কে কুষ্টিয়া-২ আসনে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান বিক্ষোভকারীরা।
মানববন্ধ সমাবেশে সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বলেন, তৃণমুলের মানুষ আমাকে চাই। আপনারা কি বুঝতে পারছেন না, যে কাকে দিলে এখানে বিএনপি জিতবে, কাকে দিলে বিএনপি হারবে? এটা নিশ্চয় দল অনুভব করছে। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় বক্তারা বলেন, ভেড়ামারা-মিরপুর মিলে কুষ্টিয়া-২ আসনের পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম ত্যাগী, পরীক্ষিত ও বারবার মামলা হামলায় নির্যাতিত নেতা। তার নেতৃত্বেই ভেড়ামারা-মিরপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে।
যদি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম কে প্রার্থী ঘোষণা না করা হয়, তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজনে ভেড়ামারা-মিরপুর তথা গোটা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে অচল করে দেওয়া হবে।
এসময় নেতাকর্মীরা আরো বলেন, আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করব ইনশাল্লাহ। তবে, যাকে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দিয়ে এই আসনে বিজয় লাভ করা কোনভাবেই সম্ভব নয়। তাই দ্রুত এই আসনে প্রার্থিতা পুনঃবিবেচনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।