অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন না দিলে কুষ্টিয়া -৩ আসনে পরাজয় ঘটবে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:২৮
photo

 
 
 
নিজস্ব প্রতিবেদকঃ
 
৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া বিজয় উল্লাস চত্বরে কুষ্টিয়া সদর আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা জাসাসের সভাপতি ইমরান হোসেন সঞ্জু এবং জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,
“৭ই নভেম্বর সিপাহী-জনতা ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে স্মরণীয় থাকবে।”
বক্তারা আরও বলেন,
“আজকের এই কর্মসূচি থেকে আমরা দাবি জানাই—কুষ্টিয়া সদর আসনে বিএনপির একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে শেষবারের মতো হলেও মনোনয়ন দেওয়া হোক। তিনি ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ২৪ জুলাইয়ের গণবিপ্লবে সরাসরি অংশগ্রহণকারী সাবেক এমপি। তাঁর জীবন ও সাধনা বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলীয় মনোনয়ন পেলে তা হবে যোগ্য নেতার প্রতি যথার্থ সম্মান।” নেতারা বলেন অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন না দিলে কুষ্টিয়া -৩ আসনে পরাজয় ঘটবে ।
এ সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।

শেয়ার করুন