বরগুনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে কর্মীদের ভূমিকা’শীর্ষক মতবিনিময় সভা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ নভেম্বার ২০২৫ | সময়ঃ ০২:২১
photo

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বরগুনা:- তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরগুনায়। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেযবুত তওহীদ বরগুনা জেলা কমিটি।
 
সভায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি মো. সফিকুল ইসলাম উখবাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বরিশালের আঞ্চলিক সভাপতি মো. রুহুল আমিন মৃধা, পটুয়াখালী জেলা সভাপতি মো. সাইফুর রহমান সাইফ, পিরোজপুর জেলা সভাপতি মো. সুমন তালুকদার প্রমুখ। সভার সভাপতিত্ব করেন বরগুনা জেলা সভাপতি মো. হেলাল হোসেন।
 
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিভাগীয় সভাপতি মো. সফিকুল ইসলাম উখবাহ। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে সংবিধানে ১৭টি সংশোধনী আনা হলেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি। এর মূল কারণ মানবরচিত আইন ও ব্যবস্থা, যা রাষ্ট্রীয় সংকট নিরসনে ব্যর্থ। তিনি বলেন, যে বিষয়ে আল্লাহর বিধান আছে, সেখানে অন্য কারও বিধান রচনার অধিকার নেই। বিধানদাতা একমাত্র আল্লাহর স্বীকৃতিই তওহীদের সার্বভৌমত্ব।
 
তিনি আরও বলেন, ইসলামে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া জনগণের মতামতের ভিত্তিতেই হয়। কিন্তু বর্তমান পার্লামেন্টারি ব্যবস্থায় প্রতিনিধিরা নিজেরা আইন প্রণয়নের ক্ষমতা পান, যা ইসলামি নীতির সঙ্গে সাংঘর্ষিক।
 
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর প্রতিষ্ঠিত শান্তিময় সমাজব্যবস্থার আদলে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজের সবক্ষেত্রে ন্যায়, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারা আরও বলেন, এ ব্যবস্থায় বিচারব্যবস্থা, গণমাধ্যম, প্রতিরক্ষা, নারীর মর্যাদা, আইনসভা ও সামাজিক নিরাপত্তাসব অঙ্গ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হবে।
 
সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। বক্তারা জানান, তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে ইতোমধ্যে সারাদেশে সেমিনার, গোলটেবিল বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন