logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৫১ অপরাহ্ণ

হিলিতে আনন্দ মিছিল:দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডাঃ জাহিদ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | সময়ঃ ০৯:১৫
  • সংবাদ পাঠকঃ ৬০০৪ জন
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ডাঃ জাহিদকে মনোনয়ন দেওয়ায় হিলিতে আনন্দ মিছিল বের করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সোমবার (৩ নভেম্বর) সন্ধার পর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে এ আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি হাকিমপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

নেতাকর্মীরা ডাঃ জাহিদকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে তাঁর বিজয় কামনা করেন।

স্থানীয় নেতারা জানান, ডাঃ জাহিদ জনগণের প্রিয় মুখ। তাঁকে প্রার্থী করায় আমরা উজ্জীবিত ও আশাবাদী যে, আগামী নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
 

শেয়ার করুন