logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৫১ অপরাহ্ণ

পলাশবাড়ির প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তানের পদোন্নতি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৪৯
  • সংবাদ পাঠকঃ ২৯৮৩ জন
photo

পলাশবাড়ী(গাইবান্ধা)সংবাদদাতাঃ-গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রফেসরপাড়ার তিন কৃতি সন্তান একসঙ্গে পদোন্নতি পেয়ে আবারও তাদের মেধা ও কর্মদক্ষতার পরিচয় রেখেছেন ও এলাকার গৌরব বৃদ্ধি করেছেন।
 
প্রফেসরপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরজিৎ সরকার (অব.)এর পুত্র ডা. দেবাশীষ সরকার গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে সহযোগী অধ্যাপক (Associate Professor) পদে পদোন্নতি পেয়েছেন।
 
একই পাড়ার আরেক কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান মৃত. মতলুবর রহমান নান্নু-র কন্যা ডা. নাসরিন নিগার (সুমনা) KYMCH-এর Gynae & Obs বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন।
 
এছাড়া, অধ্যাপক আব্দুস সামাদ (অব.)-এর কন্যা ডা. সামসুন নাহার (সুমি) MH-এর Neuroscience বিভাগে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন।
 
তিনজনের এই সাফল্যে প্রফেসরপাড়া ও সমগ্র পলাশবাড়ি গর্বিত।
স্থানীয়রা তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্যের ধারাবাহিকতা কামনা করেছেন।

শেয়ার করুন