logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:৫২ অপরাহ্ণ

ভোলায় নিষেধাজ্ঞার শেষে প্রথম দিনেই চক্কা মেরেছে জাহাঙ্গীর মাঝি

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৭:২৫
  • সংবাদ পাঠকঃ ২৯০৭ জন
photo

ইয়ামিন হোসেন:-ভোলার মেঘনা নদীতে জাহাঙ্গীর মাঝির জালে ধরা পড়েছে বিশাল আকারের এক বাঘাইড় মাছ।  
আজ ২৬শে অক্টোবর মেঘনা নদীতে জাল পাতলে হঠাৎ বড় আকাড়ে শব্দ করলে দ্রুত জাল টেনে দেখেন বাঘাইড় মাছটি বন্দী হয়েছে। 
 
অন্য সহযোগীদের সাথে নিয়ে মাছটি নৌকায় তুলে নিয়ে আসেন ইলিশাঘাটের ইমন মাঝির বাক্সেতে।  সেখানে ওজনে ২০ কেজি হয় এবং প্রতি কেজি ১ হাজার টাকা মূল্য ২০ হাজার টাকা বিক্রি করেন জাহাঙ্গীর মাঝি। 
 
দীর্ঘ ২২ দিন নিষিদ্ধ সময় শেষে প্রথম দিনেই এমন একটি মাছ পেয়ে আনন্দিত জেলে জাহাঙ্গীর মাঝি। 
 
ক্রেতা ঈমন মাঝি বলেন, লাভের আশায় মাছটি ক্রয় করেছি।  সামান্য লাভ হলেই ছেড়ে দিবো।  এখানে বিক্রি না হলে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে পাঠাবো। 
 
জেলা মৎস্য কমকর্তা ইকবাল হোসেন বলেন, এ মাছটি সব সময় পাওয়া যায়না তবে যিনি পেয়েছে তার ভাগ্য ভাল। 

শেয়ার করুন