logo

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ ৫৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০২:০১ অপরাহ্ণ

ধানের শীষ বিজয়ী করতে বিএনপি’র নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৭:৫০
  • সংবাদ পাঠকঃ ১৩৬৮ জন
photo

নিজস্ব প্রতিবেদক : 
 
সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জি: জাকির হোসেন সরকার,
জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ । আজ ৮/১/২০২৬ ইং তরিখ বিকেলে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের বাসভবনে ইবি থানার আব্দালপুর, হরিনারায়ণ ও অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন । নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ সোহরাব উদ্দিন ধানের শীষে ভোট চাইতে এমপি পদপ্রার্থী ইঞ্জি: জাকির হোসেন সরকারের সাথে একই মঞ্চে  উঠবেন বলে ঘোষণা দেন। নেতারা জানতে চান অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মনোনয়নের জন্য যারা আন্দোলন করেছেন তারা কি ভাবে নির্বাচন করবেন। এর প্রেক্ষিতে এমপি পদপ্রার্থী ইঞ্জি: জাকির হোসেন সরকার ও
জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন সকল ইউনিয়নে সমন্বয় করে নির্বাচনী কমিটি গঠন করা হবে । প্রকৃত পক্ষে যারা বিএনপি’র িএকনিষ্ঠ কর্মী তাদেরকে মূল্যায়ন করা হবে। কুতুব উদ্দিন আহমেদ বলেন আমরা কেও অধ্যক্ষ সোহরাব উদ্দিন কিংবা জাকির সরকারের কর্মী না  আমরা শহীদ জিয়ার সৈনিক আমরা ধানের শীষের কর্মী  । আলোচনায় অংশ নেন বিএনপি নেতা বশিরুল আলম চাঁদ, এ্যাড . শামীমুল হাসান অপু, আ বু বকর সিদ্দিক, ইউছুপ আলী, হরিনারায়ন পুর বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, সিরাজ উদ্দিন আব্দালপুর বিএনপি নেতা ইসলাম  প্রমুখ । , আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা গ্রাম সরকার প্রধান ও সাংবাদিক  শামসুল আলম স্বপন, সাংবাদিক নুরুন্নবী বাবুসহ শতাধিক নেতা-কর্মী । , 

শেয়ার করুন