পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দর আয়োজনে স্কুল লেভেলের ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দর আয়োজনে স্কুল লেভেলের ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার উদ্যোগে ১৮ই অক্টোবর সকাল ১০ অনুষ্ঠিত হলো স্কুল লেভেলের ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা ।
 

বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার" হাসান আজিজুর রহমান মিলনায়তনে" পলাশবাড়ী পৌরসভাধীন বিভিন্ন স্কুল এবং কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী আজকের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 

সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম সদস্য আলিউল ইসলাম বাদল, সাইদুর রহমান প্রধান,শাহজাহান মল্লিক, আব্দুল্লাহ্ আদিল নান্নু, নিশিকান্ত বিএসসি, উত্তম কুমার দেব সহ প্রভুখজন।
 

এইভাবে স্কুল কলেজ লেভেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, বাংলা বানান প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ক্রমাগতভাবে চালিয়ে যেতে পারলে ছাত্র-ছাত্রীদের মাঝে এর যুগান্তকারী প্রভাব পড়ত বলে আমাদের বিশ্বাস। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।