"ঢাকা শহর"-লায়ন মোঃ গনি মিয়া বাবুল


আলো ঝলমল শহর ঢাকা
দিনরাত ঘুরে জীবন চাকা,
সুউচ্চ দালান ও গাড়ীর বহরে
কোটি মানুষের বাস এই শহরে।

 

সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে
দেয় না বাঁধা কেউ কারো ধর্মে,
আছে নানা দ্বন্দ্ব আঁধার আলো
নানা রঙ্গের মানুষ মন্দ ভালো।

 

পথে পথে নানা দুর্ভোগ দূর্গতি
যানজট দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বাজার সিন্ডিকেট লোভ দুর্নীতি
মানুষের যাতনা বেদনার এই পরিণতি।

 

পরিচিতিঃলায়ন মোঃ গনি মিয়া বাবুল
সভাপতি,কবিসংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি 
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।