সাদুল্লাপুরে এসকেএস এর কর্মীর লাশ উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে বিল্লাল হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
১৭ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন এর সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন ঐ শাখার সহকারী ব্যবস্থাপক। তার বাড়ি পঞ্চগড় জেলায়।  
 
এ তথ্য নিশ্চিত করে এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। বিল্লাল হোসেন এ শাখায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলা চলছিল বলে শুনেছি। এ অভিমানে তিনি আত্নহত্যা করতে পারে।
 
এ ব্যাপারে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার অফিসের আবাসিক রুমের ফ্যানের এ্যাঙ্গেলের সঙ্গে গামছা ও মাফলার গলায় পেচিয়ে ফাঁস নিয়ে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।