আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনের গ্রীন সিগনাল পাওয়া এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রস্তাবনা কর্মসুচী বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নেতাকর্মি ও ভোটারবৃন্দ ঐক্যবদ্ধ। ত্রয়োদশ নির্বাচনে এই ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তি ¤øান হবে এবং ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। তিনি গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা হলুদঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 

বিএনপি নেতা আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ সভাপতি নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, কামরুল হাসান মধু, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম, লোকমান হোসেন বাবু, মহিলা দলের নেত্রী এইচ এম মুক্তা বেগম, যুবদল নেতা কোরবান আলী, রিয়ন সরকার প্রমুখ।

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।