ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর)প্রতিনিধি:-‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে কার্যালয় প্রাঙ্গণে র্রালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।ইন্দুরকানী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শিমুল বড়াল সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প,কর্মকর্তা মিলন তালুকদার, নির্বাচন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সমাজসেবক কর্মকর্তা মো. মাহাবুব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।