পলাশবাড়ীতে বদলী হয়েছে আসছে ঠাকুরগাঁও এর ইউএনও খাইরুল ইসলাম


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর বিভাগীয় কার্যালয়ের সংস্থাপন শাখার এক অফিস আদেশে ঠাকুরগাও সদর উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ খাইরুল ইসলাম কে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী বা পদায়ন করা হয়েছে ।
 
১২ অক্টোবর বিভাগীয় সিনিয়র সহকারি কমিশনার মোঃ রেজাউল করিম এর স্বাক্ষরিত পত্রের অফিস আদেশে তাকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলীর অফিস আদেশ প্রদান করেন। 
 
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলায় বদলীকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম ৩৬ তম বিসিএস এর কর্মকর্তা। তিনি বগুড়া জেলার বাসিন্দা।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।