নোয়াখালীর সেনবাগে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে মসজিদের খতিবের মৃত্যু।


মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী সংবাদদাতা:-নোয়াখালীর সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন (৩৫) নামের এক মসজিদের খতিবের মৃত্যু ঘটেছে।

 

নিহত মাওলানা নিজাম উদ্দিন সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির ৩নং ওয়ার্ড ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের গোফরান হাজ্বীর নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসা শিক্ষক ছিলেন।

নিহত মাওলানা মো: নিজাম উদ্দিন দীর্ঘ ১৬/১৭ বছর যাবত মিন্নাত আলী ব্যাপারি বাড়ি জামে মসজিদের খবিত হিসেবে দায়িত্বরত ছিলেন। তার ২ ছেলে ও ১ কন্যা সন্তান রযেছে। তার হঠাৎ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

খাজুরিয়া ৩নং ওয়ার্ড মেম্বার মো: নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাওলানা নিজাম উদ্দিন রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে মধু 

সংগ্রহ করার উদ্দেশ্যে খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে একটি গাছে ওঠে। এসময় হঠাৎ করে গাছের শুকনা ডালটি ভেঙ্গে পুকুর পাড়ের ইটের ঘাটলার ওপর পড়ার পর পরই ঘটনাস্থলেই তিনি মুত্যু বরন করেন।

 

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের সরকারি মুঠোফোনে কল দিলে ফোনটি রিসিভ করে ডিউটি অফিসার জানান, বিষয়টি কেউ থানায় এ পর্যন্ত অবহিত করেননি।

 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।