জামালপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত


আল আমিন হাসান;-বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জেলা রুকন সম্মেলন শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
 
রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো: ছামিউল হক ফারুকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমীর জামালপুর – ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমীর তিন বছরের জন্য নির্বাচিত হন। বর্তমান আমীরের ২০২৫ সালের ৩১শে ডিসেম্বরের মেয়াদ শেষ হবে। এরই প্রেক্ষিতে ২০২৬-২০২৮ সেশনের জন্য আমীরে জামায়াত নির্বাচন সম্পন্ন করার জন্য জামালপুর জেলার রুকনদের ভোট নেয়া হয়।
 
প্রধান অতিথি ফারুকী বলেন, অনেক রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি।অনেকে আজ সেই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে চায় না। আমাদের দাবি নির্বাচন কমিশন সহ প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করে, অবাধ নিরপেক্ষ এবং ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করে এরপর নির্বাচন দিতে হবে। পরিবেশ তৈরির আগে যেমন নির্বাচন চাই না, আবার নির্বাচন বিলম্বিত হোক আমরা সেটাও চাই না। রুকনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন
 
আমরা জেনে বুঝে সংগঠনের রুকন হয়েছি, আমরা শপথ নিয়েছি এবং এর উপর প্রতিষ্ঠিত থাকবো। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি রুকনদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর আহ্বান জানান ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।