অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৫, সময়ঃ ০২:৩৬
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান
চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে রবিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়,শনিবার (১১ অক্টোবর) রাত পনে ১২ টার দিকে রাতে ডিউটিরত পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী খোকন মিয়ার বাড়িতে মাদক রয়েছে।
তাৎক্ষণিক পুলিশের চৌকস টিম বাড়িতে হানা দিয়ে ২২ বোতল ইস্কাপসহ মাদক ব্যবসার সাথে জড়িত স্বামী স্ত্রী থাকায় তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত দুই স্বামী-স্ত্রী হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকার খোকন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।