নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা


৭১ ভিশন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তোরণ শীর্ষক কর্মশালায় এমন দাবি তোলেন তারা। কর্মশালায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রগুলো জানিয়েছে, দু’দিনের কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন। এছাড়া তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দাবি করেছেন। ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেক সময় পাওয়া যায় না, তাদের দৃশ্যমান করা; সরকারি সম্পদের ব্যবহার রোধ; আচরণবিধি প্রতিপালনে অনীহা; হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে।  

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।