অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ অক্টবার ২০২৫, সময়ঃ ০৫:৪৬
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ আসন্ন পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে খায়রুল ইসলাম চাঁন নামের একজন তরুণ নেতাকে আনুষ্ঠানিক ভাবে জামায়াত সমার্থিত মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছে পলাশবাড়ী উপজেলা জামায়াত।প্রার্থিতা ঘোষণার পরপরই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করে পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।নির্বাচনী মাঠে তার এই ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
প্রকাশিত বার্তায় তিনি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকল শহীদদের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।তিনি উল্লেখ করেন, প্রার্থী ঘোষণার পর যারা তাকে নিয়ে লিখেছেন, পোস্ট করেছেন এবং উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পৌরবাসীর উদ্দেশে তিনি একগুচ্ছ প্রতিশ্রæতি তুলে ধরেন, যার মূল লক্ষ্য 'পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ পলাশবাড়ী' নির্মাণ। তার নির্বাচনী ওয়াদাগুলোর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে,রাজনৈতিক শিষ্টাচার ও মেধার মূল্যায়ন,মাদকমুক্ত যুব সমাজ গঠন ও জননিরাপত্তা জোরদারকরণ,শহরের সড়ক সংস্কার ও নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠানের মান সংরক্ষণ এবং শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অগ্রাধিকার ও আধুনিক সিএনজি ও অটো স্ট্যান্ড নির্মাণ এবং চাঁদাবাজমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টি। বার্তার শেষে তিনি আরো বলেন, "আমরা সেবক হিসাবে পৌরবাসীর পাশে থাকতে বদ্ধ পরিকর।" তিনি সকলের নেক তৎপরতা কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থীর সুনির্দিষ্ট প্রতিশ্রæতি এবং 'সেবক' হিসেবে কাজ করার অঙ্গীকার, বিশেষত মাদকমুক্ত যুব সমাজ ও চাঁদাবাজমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির ওয়াদা, সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। তাকে নিয়ে সামাজিক মাধ্যমেও জোর আলোচনা শুরু হয়েছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।