চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর পৃথক দুটি কর্মশালা সম্পন্ন


শনিবার ১১ অক্টোবর চাঁদপুরে সম্পন্ন হলো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দু‘টি বিশেষ কর্মশালা।স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতার এ কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
 
দুটি কর্মশালা আজ শনিবার ১১ অক্টোবর দুপুরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা ও চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত হয়। 
 
প্রতিটি কর্মশালায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের প্রশিক্ষণ নেন।
 
কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার এডমিন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান, উইকিমিডিয়া স্টুয়ার্ড  মোহাম্মদ ইয়াহিয়া ও শাকিল হোসেন রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন।
 
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।
 
এসময় সংগঠকের মধ্যে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায় সমন্বয়ক মো.দেলোয়ার হোসেন, সহ-সমন্বয়ক আবদুল গনি, সদস্য কেএম সালাউদ্দিন ও আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।