সভাপতি মতিয়ার,সম্পাদক সামাদ বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠী’র কমিটি গঠন


পুনঃরায় মতিয়ার রহমান বাবলুকে সভাপতি ও আব্দুস সামাদ প্রধানকে সাধারণ সম্পাদক করে বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠী’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ অক্টোবর) রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
 

সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, উপদেষ্টা ডাঃ আব্দুল মোমিন রতন, সাবেক সাধারণ সম্পাদক রনজু ইসলাম, মাহমুদ কাজল নূর।সাধারণ সভা শেষে সকলের সর্বসম্মতি ক্রমে ১৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। 
 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক আরজু, সহ-সভাপতি দুলাল মিয়া, সহ-সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুবেদ চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ সোহেল আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রিজন, সিনিয়র কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, কার্যনির্বাহী সদস্য মতিয়ার রহমান মতি, আব্দুস সালাম, হাসান আলী,  তাহেরা জামান লিপি, শাহজাহান আলী, রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নুরুল ইসলাম নুরু, বকুল আহম্মেদ, জনি, আমিনুল ইসলাম সন্তোষ, নুরুল ইসলাম ও তোতাসহ প্রমুখ। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।