গোবিন্দগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত


শাহ আলম,বিশেষ প্রতিবেদকঃ-গাইবান্ধা জেলার গোবিন্দগন্জে বাংলাদেশের জনপ্রিয়, স্বনামধন্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স( পি,এল,সি) এর পুরস্কার ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় গাইবান্ধা জোনের গোবিন্দগঞ্জ জোনাল অফিসের আয়োজনে জোন প্রধান রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত রংপুর এরিয়া ইন্চার্জ ও পরিচালনা কমিটির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বেলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল রানা রংপুর এরিয়া অফিস,গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার খুরশীদ আলী।
 
এ সময় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী অফিসের এ,জি,এম নারায়ন বাবু,গোবিন্দগন্জ অফিসের এ,জি,এম আসরাফুল ইসলাম,ঘোড়াঘাট সাংগঠনিক অফিসের এ,জি,এম শহীদুল ইসলাম, এ,জি,এম,ইব্রাহিম মন্ডল,গাইবান্ধা অফিসের বি,এম আতাউর রহমান, পলাশবাড়ী অফিসের হিসাব রক্ষক মিজানুর রহমান সহ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে সকল অফিসের শাখা ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও এফ,এ বৃন্দ উপস্থিত ছিলেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।